¡Sorpréndeme!

মাশরাফির মতো তাসকিনও কাঁদলেন || jagonews24.com

2021-06-15 0 Dailymotion

২০১১ বিশ্বকাপের আগে যখন বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছিল, তারপর মিরপুরে বিসিবি একাডেমি মাঠে গিয়ে দলে জায়গা না পাওয়ার দুঃখে কেঁদে ছিলেন মাশরাফি বিন মর্তুজা। ইনজুরিপ্রবণ, তার ওপর বিশ্বকাপের কিছুদিন আগেই ইনজুরি থেকে ফিরেছিলেন মাত্র- এ কারণেই তখনকার কোচ জেমি সিডন্স মাশরাফিকে দলে রাখেননি।

বলা হয়, তখনকার অধিনায়ক সাকিব আল হাসানও মাশরাফিকে দলে চাননি। অথচ ঘরের মাঠে বিশ্বকাপ খেলার মতো তখন যথেষ্ট সুস্থ এবং ফিট হয়ে উঠেছিলেন দেশের সেরা এই পেসার।

বিস্তারিত পড়ুন - https://bit.ly/2UlcPF9